Monday, August 24, 2015

digital fascism (language: bengali)
আমার ফেসবুকের বাঙালি বন্ধুদের জন্য এই আপডেট। বেশ কয়েকবার আইডি সহ আমার নাম ভেরিফাই করার চেষ্টা সত্ত্বেও একাউন্ট এখনও ব্লকড। এখন এদের আর কোন জবাব দেয়াও বন্ধ হয়ে গেছে। আমার আইডি পাসওয়ার্ড দিলে লগ-ইন হয় কিন্তু কিছু করা বা দেখা যায় না। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লিখলেই এই কান্ড হচ্ছে। এদের "ডিজিটাল ফ্যাশিজম" বেশ ভালই চলছে!

আমিও বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ফেসবুক আইডিটা ডিএক্টিভেট করবো কিছুদিনের জন্য, তো এখন আমাদের বিশেষ কর্মচারীরা বিশেষভাবে সাহায্য করলো।

যাই হোক, আমার ফোকাস এই মুহূর্তে দুইজনের উপরেঃ হ্যারাল্ড কাউটজ-ভেলা আর কোরি গুড। আমার এই ব্লগেই এদের দুজনের বিষয়ে কয়েকটা পোস্ট দিয়েছি। যে জিনিষটা আমাদের সবার বোঝা দরকার সেটা হল, পৃথিবী এবং সম্ভবত পুরা সৌরজগৎটাই একটা ফোটন-বেল্টের ভিতরে ঢুকে পড়েছে, এবং এই বেল্টের ইন্টেন্সিটি ক্রমাগত বাড়তে থাকবে। এটার কারণে আমাদের কালেক্টিভ কনশাসনেস খুব দ্রুত বাড়তে থাকবে যার খুব ভাল নমুনা উপরের দুই ব্যক্তির কথা শুনলে বোঝা যায়।

corey goode (pseudonym)

harald kautz-vellaNo comments:

Post a Comment